, ৮ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই

কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে সালাহউদ্দীন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর।

সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন ইউসুফ। জানা গেছে, সোমবার সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। সব ঠিকঠাকভাবে চলছিল। রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পরিচালককে। হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।

সৈয়দ সালাহউদ্দীন জাকী চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। ১৯৮০ সালে তিনি তৈরি করেন প্রথম ছবি ‘ঘুড্ডি’। বাংলা সিনেমার ইতিহাস লেখা হলে যেসব সিনেমার নাম সবার আগে প্রাধান্য পাবে, তার মধ্যে অন্যতম ছবি ‘ঘুড্ডি’। উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে যে ছবিটি মুক্তি পেয়েছিল। এতে জুটি বেঁধে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ।

  • সর্বশেষ - বিনোদন