, ৮ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

‌‘জওয়ান’কে অস্কারে পাঠাতে চান পরিচালক

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

‌‘জওয়ান’কে অস্কারে পাঠাতে চান পরিচালক

জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসাব-নিকাশও। মুক্তির প্রথম ১১ দিনেই বিশ্বজুড়ে ৮০০ কোটি রুপির ঘর ছাড়িয়েছে জওয়ান।

শুধু দর্শকরা নয়, নাক উঁচু ফিল্ম সমালোচকরাও শাহরুখের এই ছবিকে সুপারহিট বলে ঘোষণা করে দিয়েছে। তবে এবার নতুন খবর, ‘জওয়ান’কে অস্কার দৌড়ে পাঠানোর চিন্তা করছেন ছবির পরিচালক অ্যাটলি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবি যেভাবে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে, তা দেখে মনে হচ্ছে এই ছবি বিশ্বজয় করতে পারে। তাই শাহরুখ স্যারকে বলব, এই ছবিকে অস্কারে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমার বিশ্বাস, এই ছবি নিশ্চয়ই অস্কার জিতবে। শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আছেন বিজয় সেথুপাতিও।

  • সর্বশেষ - বিনোদন