, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে পুতিনকে কুর্নিশ করবেন : বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে পুতিনকে কুর্নিশ করবেন : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে আবার ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয়ী হতে পারলে আবার পুতিনের সামনে ‘কুর্নিশ’ করবেন।

বাইডেন নিজেকে মার্কিন গণতন্ত্রের অন্যতম ‘রক্ষাকারী’ হিসেবে দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক শহরের একটি থিয়েটারে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বলেন, আমি কখনও পুতিনের মতো স্বৈরশাসকদের পক্ষ নেব না। ট্রাম্প ও তার বন্ধুরা মিলে তাকে কুর্নিশ করতে পারে, কিন্তু আমি পারব না।

বাইডেন দাবি করেন, ট্রাম্প ও তার ‘রিপাবলিকান বন্ধুরা’ আমেরিকার গণতন্ত্রকে হত্যা করতে চাইলেও তিনি এই গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে যাবেন। একটি দেশের প্রেসিডেন্ট হয়ে আরেকটি দেশের প্রেসিডেন্টকে এই প্রথম ‘স্বৈরশাসক’ বলেননি জো বাইডেন।

গতমাসেও তিনি এক বক্তৃতায় পুতিনকে ‘ঘাতক স্বৈরশাসক’ বলেছিলেন। তার একদিন আগে তিনি রুশ প্রেসিডেন্টকে ‘যুদ্ধাপরাধী’ বলেও অভিহিত করেন। সে সময় বাইডেনের ওই বক্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, যে দেশটি বিশ্বব্যাপী বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছে সেই দেশের রাষ্ট্রপ্রধানের মুখে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’।

পেসকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার রুশ সমকক্ষকে ব্যক্তিগত আক্রমণ করেছেন কিন্তু পুতিন এতটা ‘দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা’ যে তিনি কখনও এ ধরনের অপবাদের সামনে মাথানত করেন না।

  • সর্বশেষ - আন্তর্জাতিক