ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের ৫ টাকার হাট
প্রকাশ :

ঠাকুরগাঁওয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার হাট বসানো হয়েছে। এ হাটের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া। এ সময় হাটে উপস্থিত সাড়ে তিনশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন।
হাটে আসা হতদরিদ্র লোকজন ২২ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, তেল, ডিম, চিনি, লবণ,লুডলস, আটা, মাছ, মুরগিসহ নানান দ্রব্যাদি ছিল। সাধারণ মানুষ প্রতিমাসে এই ধরনের হাট আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এ সময় হাটে উপস্থিত সাড়ে তিনশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন।