বিএনপি শুধু এন্টি আওয়ামী লীগ নয়, এন্টি বাংলাদেশ দলে পরিণত হয়েছে : কবির বিন আনোয়ার
প্রকাশ :

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি শুধু এন্টি আওয়ামী লীগ নয়। তারা এন্টি বাংলাদেশ দলে পরিণত হয়েছে। ১৮ কোটি মানুষকে তারা দাবায়ে রাখতে পারবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা রাজপথ ছাড়িনি। রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করা হবে। বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার ময়মনসিংহ নগরীর একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ক্যাম্পেইন ম্যানেজার ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ প্রশিক্ষিত কর্মী তৈরী করা। এসব কর্মীরা অনলাইনে যেমন ক্যাম্পেইন করবে, তেমন বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে ভোটও চাইবে। এ কার্যক্রম জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, জেলায় জেলায় সিনিয়র নেতৃত্ব, তরুণ প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে মাস্টার ট্রেনার তৈরী করা হচ্ছে। মাস্টার ট্রেনারদের ট্রেনিংয়ের পর যারা মাঠে কাজ করবে তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা হুমকি ছাড়া আর কিছুই না। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্ব এবং জনগণকে প্রতিহত করা সহজ ব্যাপার না। এই ধরণের প্রতিহতের চেষ্টা বৃটিশরাও করেছে। পাকিস্তানিরাও করেছে। তাদের দোসররা স্বাধীনতার পর ৫০ বছর ধরেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি। অতীতের মত এবারও জনগণকে সাথে নিয়ে এর সঠিক জবাব দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র কর্মকর্তাসহ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।