, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

ময়মনসিংহ পিবিআই’র ১ বছরে ৮০১ মামলা নিষ্পত্তি ও ৫ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

ময়মনসিংহ পিবিআই’র ১ বছরে ৮০১ মামলা  নিষ্পত্তি ও ৫ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন
দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অপহৃত শিশু ও নারী উদ্ধার এবং নিহত ও আহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তে রেকর্ড সৃষ্টি করেছে পিবিআই ময়মনসিংহ। গত ১ বছরে দায়িত্ব পাওয়া ৮৯৬ মামলার মধ্যে ৮০১ টি নিষ্পত্তি, হৈচৈ ফেলে দেওয়া ৫ টি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অপহৃত ২৬ জন শিশু ও নারী উদ্ধার এবং অজ্ঞাত ২৬ ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পিবিআই। যেকোনো জেলার তুলনায় ময়মনসিংহ পিবিআই’র এটি উল্লেখযোগ্য সাফল্য বলে বুধবার অপরাধ বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন। এতে আদালত ও থানায় মামলার জট কমে যাওয়ার পাশাপাশি সুবিধা পেয়েছেন উভয় পক্ষের হাজার হাজার ভুক্তভোগী, বিপুল সংখ্যক আইনজীবী, সুপারভিশন কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা ও আদালত সংশ্লিষ্ট স্টাফরা। সূত্র জানায়, সফলতার সব কিছুই সম্ভব হয়েছে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, পিবিআই ময়মনসিংহের ক্রাইমসিন টিমের দক্ষতা ও ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির সহযোগিতায় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহত এবং সংকটাপন্ন আহত ২৬ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। একাধিক মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়াসহ কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে পুলিশ সুপারের দিকনির্দেশনায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রাইমসিন টিম। হৈচৈ ফেলে দেওয়া ক্লুলেস মামলাগুলোর রহস্য উদঘাটন করে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রশংসা অর্জন করে ময়মনসিংহ পিবিআই। পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নির্দেশে ১ বছরে বিভিন্ন এলাকা থেকে অপহরণ হওয়া ২৬ শিশু ও নারীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ১ বছরে প্রাপ্ত ৮৯৬ টি (জিআর ও সিআর) মামলার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৮০১ টি মামলা। মালামালসহ ডাকাত গ্রেফতার করেও দক্ষতা দেখিয়েছে পিবিআই ময়মনসিংহ।


সূত্র জানায়, পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার ১৯-০৯-২০২২ তারিখে পিবিআই ময়মনসিংহ জেলায় যোগদান করেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ময়মনসিংহে তার এক বছর পূর্ণ হয়েছে। সৎ, দক্ষ এবং কর্মঠ এই পুলিশ কর্মকর্তার কাছে যে কেউ তার সঠিক অভিযোগ জানিয়ে পুলিশী সহযোগিতা নিতে পারেন। তিনি সাদরে অভ্যর্থনা জানান সকল শ্রেণী-পেশার ভুক্তভোগীকে। গুরুত্ব দিয়ে শোনেন তাদের অভিযোগ। দ্রুত সময়ের মধ্যে করেন সমাধান। অফিসার ও ফোর্সদের কল্যাণেও অবিচল কুষ্টিয়ায় বাড়ি পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার। ময়মনসিংহে দায়িত্ব পালনের ১ বছর পূর্ণ হওয়ায় ইউনিটের সকল অফিসার এবং ফোর্স মঙ্গলবার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি জনগণের কল্যাণে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি ময়মনসিংহবাসীর সহযোগিতা কামনা করেন।



  • সর্বশেষ - আলোচিত খবর