, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

এনায়েতপুর ইউনিয়ন ফুলবাড়িয়ায় শ্রেষ্ঠ

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

এনায়েতপুর ইউনিয়ন ফুলবাড়িয়ায় শ্রেষ্ঠ
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী এনায়েতপুর ইউনিয়নকে উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলায় নান্দনিকতা ও সেবা প্রদানে প্রথম হওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মঙ্গলবার চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেনের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, খুব সহজেই এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করে চেয়ারম্যান বুলবুল এরই মধ্যে বেশ প্রশংসা অর্জন করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে সড়ক, কালভার্ট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে তিনি নাগরিকদের কাছের মানুষে পরিণত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যু সনদ প্রদানে রেকর্ড সৃষ্টি করেছে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইউনিয়ন পরিষদ।




  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল