14 September 2024, 09:34:53 PM, অনলাইন সংস্করণ

গদর টু-পাঠান ও বাহুবলির রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

গদর টু-পাঠান ও বাহুবলির রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’

জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসাব-নিকাশও। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি ‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটে (এক্স) জানিয়েছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ৪৫০ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’ সিনেমা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ১৩ দিনে ‘জওয়ান’ হিন্দি ভার্সনে আয় করেছে ৪৫০ কোটি রুপি। এ মাইলফলক স্পর্শ করতে ‘গদর টু’ সিনেমার ১৭ দিন লেগেছিল, ‘পাঠান’ সিনেমার লেগেছে ১৮ দিন, ‘বাহুবলি টু’ (হিন্দি ভার্সন) সিনেমার লেগেছে ২০ দিন।

১৩ দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৫১০.২৪ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮৩ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন- সানায়া মালহোত্রা, বিজয়। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

  • সর্বশেষ - বিনোদন