, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর ঈদগাহে এ সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু এমপি, সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম এমপি, ডা. আনোয়ারুল আশরাফ খান এমপি, জহিরুল হক ভূঁইয়া এমপি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

সম্মেলনে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এছাড়া বক্তব্য দেন পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমায়ুন কবির মনির, জোহরা পারভিন জয়া, জাতীয় পরিষদ সদস্য মারসালা।

এসময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, গণযোগাযোগ সাংবাদিকতাবিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল উপস্থিত ছিলেন। সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন।

  • সর্বশেষ - সারাদেশ