মুস্তাফিজের বোলিং নিয়ে যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক
প্রকাশ :
নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ছিল দুর্দান্ত ৭-১-২৭-৩! নতুন বলে বোলিংয়ের পর পুরোনো বলেও সফল হয়েছেন তিনি। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে বলে ম্যাচের ফলে সেটি প্রভাব রাখতে পারেনি। খেলা শেষে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। তিনি বলেন, ‘মুস্তাফিজ বেশ ভালো বোলিং করেছে, নতুন বলে সিমে হিট করেছে। আর বল পুরোনো হয়ে গেলে তো গতি কমে আসবেই।’
এ ছাড়া ফিজের বোলিংয়ে দারুণ খুশি বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। সংবাদ সম্মেলনে পোথাস বলেন, ‘দারুণ ব্যাপার এটি। ফিজ (মুস্তাফিজ) মাসখানেক ধরেই খেটে যাচ্ছে, নতুন বলে ছন্দ ফিরে পেতে। অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের পেস বোলিং কোচ) সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’
বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই (৪.৩ ওভারে) বৃষ্টি নামে। এতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। পরে খেলা শুরু হলে আবারও বৃষ্টি নামে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৩৬ রান করে।