4 October 2024, 09:52:30 PM, অনলাইন সংস্করণ

সূর্যকুমার ঝড়, অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিল ভারত

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

সূর্যকুমার ঝড়, অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিল ভারত
16px

ইন্দোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতের টপ অর্ডাররা। ঋতুরাজ গায়কোয়াড সুবিধা করতে না পারলেও হাল ধরেন শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার।

গিল ও শ্রেয়াস দুজনেই শতক হাঁকিয়েছেন। ৯৭ বলে ১০৪ রান করে সাজঘরে ফিরেছেন গিল। শ্রেয়াস থেমেছেন ৯০ বলে ১০৫ রান করে। এরপর লোকেশ রাহুলও অর্ধশত হাঁকিয়েছেন। সবশেষ ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ওয়ানডে ফরম্যাটে ভুগতে থাকা সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্য।

সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন ক্যামেরুন গ্রিন।

  • সর্বশেষ - খেলাধুলা