, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেফতার ৫

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেফতার ৫

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই করে চালক সঞ্জিতকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানি-২এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতরা অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক সঞ্জিতকে হত্যা করে। তাদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বুড়িচং থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার করা হয়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মোঃ নুর ইসলাম (২৫), বড়কুইয়া গ্রামের শিপন মিয়া (২৩), দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মোঃ মিজান (২৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পনশাহী গ্রামের মোঃ মিজানুর রহমান (৩৫) ও মোঃ মোখলেছকে (৩৭)।

একেএম মনিরুল আলম জানান, তারা এর আগেও একাধিক অটো ছিনতাই করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরো অন্তত: চারজন পালিয়ে যায়। তারা প্রাথমিকভাবে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য-নিহত সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদৌলপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর সঞ্জিত বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। ২৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সঞ্জিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ - আলোচিত খবর