রাজবাড়ীতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
প্রকাশ :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। সোমবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী নেতৃত্ব দেন। আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছায়। সেখান থেকে গোয়ালন্দ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হোসেন শান্তনু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আজম আলী মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন শেখসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।