8 September 2024, 09:23:46 PM, অনলাইন সংস্করণ

সাকলায়েনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আফ্রিদি

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

সাকলায়েনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আফ্রিদি

পাকিস্তান পেস বোলিংয়ের নেতা এখন শাহিন শাহ আফ্রিদি। তবে নাসিম শাহ ছিটকে যাওয়ায় নতুন বলের সঙ্গে পুরনো বলেও আফ্রিদির দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান দল। পুরনো বলে অবশ্য এক প্রান্তের দায়িত্বটা হারিস রউফের ওপরই ন্যস্ত থাকবে।

বিশ্বকাপে আফ্রিদি নিজেকে রাঙানো মানে পাকিস্তানের সম্ভাবনার দুয়ার খুলে যাওয়া। একটি রেকর্ডও এই বাঁহাতি পেসারের পিছু ছুটছে, ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট শিকার। এই মুহূর্তে রেকর্ডটি আছে সাকলায়েন মুশতাকের দখলে। ৫৩ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকলায়েন। আফ্রিদি ৪৪ ওয়ানডে খেলে এখন পর্যন্ত শিকার করেছেন ৮৬ উইকেট।

বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে পাকিস্তান দু'টি প্রস্তুতি ম্যাচ শেষ করেছে। পাকিস্তান দল বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১০ অক্টোবর। হায়দরাবাদে সেদিন বাবর আজমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

  • সর্বশেষ - খেলাধুলা