15 September 2024, 09:25:27 AM, অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে ৩৭ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে ৩৭ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী।

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় সোমবার রাতে একটি অবৈধ তেল শোধনাগারে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

জানা গেছে, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর প্রাণহানির এ ঘটনা ঘটেছে।এতে ৩৫ জন লোক নিহত হয়। দু’জন গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

মূলত চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক