মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার
প্রকাশ :
বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামী (১৮) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১০ বছর পর গত রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানার বছিলা লাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ। সেন্টু গৌরনদী উপজেলার রামনগর (সুন্দরদী) এলাকার সুলতান শরীফের ছেলে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় বছিলা লাউতলা এলাকায় অভিযান চালিয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের জি.আর ৫১৯/১৩ নং মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে (৩০) গ্রেফতার করে। আসামি সেন্টু শরীফকে সোমাবর দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়ে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ সেপেটম্বর রাত ৮টার দিকে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মিরাজ ফকির ও রামনগর গ্রামের সেন্টু শরীফ মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় যাবার কথা বলে বড় দুলালী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ চালক শাহাদাত ঘরামীকে (১৮) নিয়ে যায়। ওইদিন রাতে শাহাদাতকে হত্যা করে ওই এলাকার মাদারীপুরের নহাটা রাস্তার পাশে শাহাদাতের লাশ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন সকালে মাদারীপুর সদর থানা পুলিশ শাহাদাতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মোকছেদ ঘরামী বাদি হয়ে সেন্টু শরীফ ও মিরাজ ফকিরকে আসামি করে ১৩ সেপ্টেম্বর মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জি.আর ৫১৯/১৩নং মামলার আসামি গৌরনদীর সেন্টু শরীফ ও মিরাজ ফকির এবং মাদারীপুরের মো. ফজলে কে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি গৌরনদীর মিরাজ ফকির এখনও পলাতক রয়েছে।