প্রতিপক্ষ ভারত; রেকর্ড ভাঙার প্রত্যয় বাবরের
প্রকাশ :
আগামীকাল আহমেদাবাদে হবে ভারত-পাকিস্তান লড়াই। অতীতের ইতিহাস দেখে বোঝা যায় ভারতের বিপক্ষে জিততে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পাকিস্তানের সামনে। স্বাগতিক দেশের কন্ডিশনের পাশাপাশি গত ম্যাচগুলোর পরিসংখ্যানও বলে দেয় ম্যাচটি ঠিক কতটা কঠিন হবে বাবর আজমদের জন্য।
বিশ্বকাপে গত সাতবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। যদিও পাক অধিনায়ক জানিয়েছেন ভিন্ন কথা। কালকে রেকর্ড ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বাবর আজম বলেন, ‘আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমরা চেষ্টা করব সামনে দৃষ্টি দিতে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আমরা সেটাই চেষ্টা করব। আমরা ভাবছি কাল কীভাবে ভালো পারফরম্যান্স করা যায়। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে গত দুই ম্যাচ ভালো করেছি এবং একইভাবে সামনের ম্যাচে ভালো করতে চাই।’
কন্ডিশন নিয়ে বাবরের ভাষ্য, ‘হায়দরাবাদে আমরা প্রায় দেড় সপ্তাহের মতো কাটিয়েছি। এখন আমরা এখানে। আমরা এটা বুঝতে পেরেছি প্রতিটি সফর আলাদা, কন্ডিশনও আলাদা। কোথাও টার্নিং উইকেট, কোথাও ব্যাটিং সহায়ক, কোথাও আবার পেসারদের জন্য। তো নির্দিষ্ট মাঠের উইকেট কেমন হবে সেভাবে নিজেদের পরিকল্পনা ঠিক করব।’ আগামীকাল বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।