![]() |
০৪ জুলাই ২০২৫, ২৩:২১ মিঃ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। তবে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর।
গত কয়েক সিরিজ ধরেই ব্যাট হাতে ফর্মহীন শান্তকে নিয়ে প্রশ্ন ছিল নির্বাচকদের মনে। এবার ব্যর্থতার মাসুল গুণতে হলো দল থেকে বাদ পড়ে। টানা ১৯ ইনিংস ধরে টি-টোয়েন্টিতে ফিফটির দেখা না পাওয়া শান্ত ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও আছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।
তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও ফিটনেস পরীক্ষায় উতরে জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে স্কোয়াড গঠন করেছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে গড়া এই দলে আক্রমণভাগে রয়েছেন মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ও সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। আগামী ১০ জুলাই, ক্যান্ডির পাল্লেকেলেতে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।
দলে ফিরলেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ। বাদ পড়লেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :