গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন আনসার ও ভিডিপির পরিচালক
প্রকাশ :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) পরিচালক (অঙ্গীভূতকরণ) মো: আহসান উল্লাহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছন। গতকাল রবিবার রাতে সপরিবারে জেলার বিভিন্ন মন্দিরের নিরাপত্তার পরিদর্শনে বের হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো: আহসান উল্লাহ। তিনি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
এছাড়া তিনি টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা পূজা মণ্ডপ ও গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া পূজা মণ্ডপসহ অন্যান্য মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম পর্য়বেক্ষণ করেন।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, জেলার ৫ উপজেলার ১ হাজার ৩০১টি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপির ৯ হাজার ৪৯০ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন ও সাধারণ গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৬ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তা কর্মীর কাজ করছেন। মোট ৬ দিন তারা মণ্ডপে অবস্থান করে নিরাপত্তা দেবেন।