শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
প্রকাশ :
শ্রীলঙ্কার বিপক্ষে পুনেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সোমবার দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল। প্রত্যেক দলই একাদশে পরিবর্তন এনেছে। আগের ম্যাচে পাকিস্তান বধের নায়ক নুর আহমেদকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকিকে। অন্যদিকে দুটি বদল এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা ও কুশল পেরেরার জায়গায় খেলছেন দুশমন্থ চামিরা ও দিমুথ করুনারত্নে।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, কসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।