2024-10-18 10:36:45 am

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

www.jagrotabangla.com

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৩০ অক্টোবার ২০২৩, ১৫:৩৪ মিঃ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

বেতন বাড়ানোর দাবিতে সোমবার আবারও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

গতকালও দেশব্যাপী হরতালের মধ্যেই গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ওইদিনও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারাফ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :