নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির অবরোধ কর্মসূচি
প্রকাশ :

বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে নেত্রকোনার কেন্দুয়া বেশ উত্তাল ছিল। উপজেলার পৃথক পৃথক স্থানে অবরোধ সমর্থনে মিছিল করেছে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে কারণে এক প্লাটুন বিজিবি অবস্থান নিয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে কেন্দুয়া উপজেলার সবচেয়ে বড় একটি বাজার চিরাং বাজার থেকে একটি মিছিল বের হয়ে সকাল থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফলে বাজারের পরিবেশ উত্তপ্ত। পুরো উপজেলাজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।
এ ছাড়াও সকাল সাড়ে আটটার দিকে নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়কে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিল বের করা হয়। এসময় যানচলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
তবে জেলা শহরের সকল প্রকার দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকলেও আন্তঃজেলা বাস টার্মিনালে দূরপাল্লার যাত্রী না থাকায় ময়মনসিংহ, ঢাকাসহ সারাদেশে বাস চলাচল করতে দেখা যায়নি। নেত্রকোনা থেকে সরকারি-বেসরকারি কোনো বাস ছেড়েও যায়নি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।