ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ :
ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সেসময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল,৩৩পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট,নগদ ৯২হাজার ৭শত টাকা,৮টি মোবাইল ফোন,১টি ল্যাপটপ ও ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।