ঢামেক হাসপাতালে পৃথক সময়ে দুই কারাবন্দীর মৃত্যু
প্রকাশ :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৃথক সময়ে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, মো: সেলিম মিয়া (৩৪) ও মো: বাচ্চু (৪৩)। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা বৃহস্পতিবার দিবাগত রাতে সেলিম মিয়াকে ও শুক্রবার সকালে বাচ্চু মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত সেলিম মিয়ার পিতার নাম ইউনুস মিয়া। মৃত বাচ্চু মিয়ার পিতার নাম লিটন মিয়া।