, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

‘ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে’

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

‘ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান বলেছেন, ইসরায়েলকে অবশ্যই পশ্চিম তীরে থাকা ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে। গত ৭ অক্টোবরের পর এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৮০ জনের বেশি বেশি নিহত হয়েছে।   

জর্ডানের রাজধানী আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে ভলকার তার্ক বলেন, আমি ইসরায়েল কর্তৃপক্ষকে পশ্চিম তীরে থাকা ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানাই। ইসরায়েলি সেনাবাহিনী ও সেটলার কর্তৃক তারা হামলা, হত্যা, নির্যাতন ও গ্রেফতারের মুখোমুখি হচ্ছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিমতীর ইসরায়েল বাহিনী দখল করে রেখেছে। তবে অঞ্চলটি নিয়ন্ত্রণ করে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দল ফাতাহ।

  • সর্বশেষ - আন্তর্জাতিক