14 September 2024, 08:56:22 PM, অনলাইন সংস্করণ

যে আলোচনা করলেন কাতারের আমির ও মিশরের প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

যে আলোচনা করলেন কাতারের আমির ও মিশরের প্রেসিডেন্ট

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনার জন্য শুক্রবার সকালে কায়রো যান।

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কাতার। বিবৃতিতে বলা হয়, দুই নেতা গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করেন। এরমধ্যে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমানোর উপায়ও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, কাতারের আমির ও মিশরের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের স্বার্থে এবং ১৯৬৭ সালের সীমান্তের আলোকে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন যার রাজধানী হবে জেরুজালেম। তারা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ - আন্তর্জাতিক