2024-09-16 04:58:47 am

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

www.jagrotabangla.com

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

১১ নভেম্বার ২০২৩, ১৫:১১ মিঃ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শনিবার ইডেন গার্ডেন্সে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করতে হবে বাবরদের।

কার্যত সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। তবে কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা ছিল-সেই অসম্ভবকে সম্ভব করতে হলেও ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হলো না ম্যান ইন গ্রিনদের জন্য।

এ পর্যন্ত বিশ্বকাপের ৮ ম্যাচের চারটিতে জিতেছে পাকিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও ১০ হবে। তবে রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে।

যে কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হতো ২৮৭ রানে। কিন্তু শুরুতে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানকে এখন রান তাড়ায় অবাস্তব ব্যাটিং করতে হবে।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে পাকিস্তানের। হাসান আলির পরিবর্তে দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ইংল্যান্ড। আজ খেলেই অবসর নেবেন ইংলিশ পেসার ডেভিড উইলি। 

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ। 

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :