14 January 2025, 02:17:50 AM, অনলাইন সংস্করণ

বিজয় এক্সপ্রেসের স্টার্টিং স্টেশন ময়মনসিংহেই রাখার দাবিতে সংবাদ সম্মেলন ও নাগরিক অবস্থান

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

বিজয় এক্সপ্রেসের স্টার্টিং স্টেশন ময়মনসিংহেই  রাখার দাবিতে সংবাদ সম্মেলন ও নাগরিক অবস্থান
16px

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের স্টার্টিং স্টেশন ময়মনসিংহেই রাখাসহ ১৫ দফা দাবিতে বিক্ষুব্ধ ময়মনসিংহবাসীর পক্ষে শনিবার ‘জনউদ্যোগ’ সংবাদ সম্মেলন করেছে। একই দিন প্রতিবাদী নাগরিক অবস্থান ও কর্মবিরতি পালন করেছে ‘নাগরিক আন্দোলন’। একটি মহলের চক্রান্তে রেল কর্তৃপক্ষ এক মাস আগে এই ট্রেনের স্টার্টিং স্টেশন জামালপুর করার ঘোষণা দেয়। এর পরই বিক্ষুব্ধ ময়মনসিংহবাসী নানান কর্মসূচি পালন করে প্রতিবাদ জানিয়ে আসছেন। গণমানুষের দাবির সাথে একাত্মতা জানিয়ে স্টার্টিং স্টেশন বহাল রাখার জন্য রেলমন্ত্রী ও সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা, মসিক মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও রেলপথে শুয়ে থেকে প্রতিবাদ জানানো হয়। প্রয়োজনে উত্তাল আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে শনিবার। ৭ দফা দাবিতে নাগরিক আন্দোলন গাঙ্গিনারপাড় ও স্টেশন চত্বর এলাকায় তাদের কর্মসূচি পালন করে।


জনউদ্যোগের সংবাদ সম্মেলনে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং স্টেশন বহাল রাখা ছাড়াও শেরপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় এনে শেরপুর-জামালপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক বা একাধিক আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ থেকে সরাসরি কক্সবাজার ও সিলেটে আন্তঃনগর ট্রেন চালু, শুধুমাত্র ময়মনসিংহ থেকে ঢাকায় যাতায়াতের জন্য একাধিক আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ যাতায়াতের জন্য যমুনা নদীর ওপর নির্মাণ করা রেল সেতু পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ স্থাপন, ময়মনসিংহে রেলওয়ের আঞ্চলিক জোন স্থাপন, যানজট নিরসনে সিটি কর্পোরেশন এলাকায় ওভারপাস রেলপথ স্থাপন, রেল স্টেশন ও রেল চত্বরের আধুনিকায়ন, বন্ধ হয়ে যাওয়া ট্রেন ও স্টেশনগুলো দ্রুত চালু করা, ব্রহ্মপুত্র নদের ওপরের রেলসেতু সংস্কার, রেল কোয়ার্টারগুলোর উন্নয়ন, রেল ডিসপেনসারী ও হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালুসহ ১৫ দফা দাবি জানানো হয়।


ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু লিখিত বক্তব্য পড়ে শোনান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্যান্যদের মধ্যে জনউদ্যোগের উপদেষ্টা পরিষদ সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া, সিনিয়র অ্যাডভোকেট এ.এইচ হাবীব খান, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, অধ্যাপক লুৎফুন্নাহার, খন্দকার সুলতান আহমেদ, আফরোজা আক্তার কণা, সাংবাদিক কাজী মোস্তফা মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, বিজয় এক্সপ্রেসের সাথে ময়মনসিংহবাসীর মর্যাদা ও গৌরবময় প্রেক্ষাপট যুক্ত আছে। চট্টগ্রাম যাতায়াতের জন্য আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করে জনউদ্যেগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিলো। একই দাবিতে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেল সচিব ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। এরই প্রেক্ষিতে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর বিজয়ের মাসে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে চট্টগ্রাম অভিমুখে বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে। তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকেই ছেড়ে যাবে। এ নিয়ে জামালপুরবাসীর সংক্ষুব্ধ হওয়ার যুক্তিযুক্ত কোনো কারণ নেই। জামালপুর থেকে নতুন কোনো ট্রেন চালু করা হোক। বিজয় নিয়ে টানাহেঁচড়া করতে হবে কেনো। এর পরও ষড়যন্ত্র অব্যাহত থাকলে দাবি আদায়ে প্রয়োজনে রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল