রাজধানীতে দুই বাসে আগুন
প্রকাশ :

রাজধানীর মতিঝিল ও গাবতলীতে ১০ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য বলছে, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ করছে। এছাড়া গাবতলীর বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
