২০ নভেম্বার ২০২৩, ১৩:৩৭ মিঃ
মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার। তার বয়স হয়েছিল ৯৬ বছর। স্থানীয় সময় ১৯ নভেম্বর বিকালে মারা যান তিনি।
রোজালিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জিমি কার্টারের অলাভজনক প্রতিষ্ঠান কার্টার সেন্টার। বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য ও মানবাধিকারের জন্য কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন রোজালিন।
মৃত্যুর আগে গত শুক্রবার তিনি তার ৯৯ বছর বয়সী জিমি কার্টারের সঙ্গে সময় কাটাতে জর্জিয়ার একটি কেয়ার হোমে যান রোজালিন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারি থেকে ওই হোমে ছিলেন।
রোজালিন গত মে মাসে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন। জুলাইয়ে ৭৭তম বিবাহবার্ষিকী পালনের মাধ্যমে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন জিমি ও রোজালিন।
জিমি ও রোজালিন দুজনেরই জন্ম জর্জিয়ার প্লেইন্সে। তাদের বিবাহিত জীবনের সূচনা ১৯৪৬ সালের ৭ জুলাই। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের রয়েছে চার সন্তান।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :