ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
প্রকাশ :

রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতরা হলেন মাকসুদা আক্তার (৫৫), তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল হয়ে রাত ১১টায় স্বামী-স্ত্রী ঢাকা মেডিকেল কলেজে আসেন।
মাকসুদা বাসা বাড়িতে কাজ করেন, তার স্বামী আগের ফুটপাতে ফলের ব্যবসা করতেন, ছেলে বিভিন্ন মুদি দোকানে খবারের আইটেম সাপ্লাইয়ের কাজ করেন। তারা থাকেন গেন্ডারিয়ারা ধুপখোলা এলাকায়।
আবুল বাশার জানিয়েছেন, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে, এমন সংবাদ শুনে থানার সামনে যান তারা। সেখানে পুলিশের সাথে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোয়া হয় চতুর্দিকে। কিছু সময় পর দেখতে পাই আমরা আহত হয়েছি।
ধারনা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নিক্ষিপ্ত ককটেল বোমায় আহতের ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তারা গুরুতর নয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
