2024-10-06 03:58:35 pm

জামালপুরে যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

www.jagrotabangla.com

জামালপুরে যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

২২ নভেম্বার ২০২৩, ২২:৩২ মিঃ

জামালপুরে যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

জামালপুরে কমিউটার ট্রেনের ছাদে এক যুবককে হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৩ জুন জামালপুরের দুরমুঠ রেলওয়ে স্টেশনের রেল লাইনে এক অজ্ঞাত যুবকের মরদেহ পায় পুলিশ। পরে ময়নাতদন্তের পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীর মধ্যে চার জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সন্দেহাতীতভাবে তাদের অপরাধ প্রমানিত হওয়ায় ও ৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৪ জন আসামীর উপস্থিতিতে বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা হলো- কিশোরগঞ্জের জীবন, গাজীপুরের শিপন, রাজধানী মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল ও মানিকগঞ্জের রনি। তবে এই মামলায় এখনো পলাতক রয়েছে রনি।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :