11 September 2024, 11:27:00 PM, অনলাইন সংস্করণ

রাজধানীর বিজয়নগরে একটি বাসে আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রাজধানীর বিজয়নগরে একটি বাসে আগুন

বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে ঢাকার বিজয়নগরের আজমেরি পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমরা দুপুরের দিকে বিজয়নগর পানির ট্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন চলছে। এই অবরোধ শুক্রবার ভোর ৬টায় শেষ হবে।

  • সর্বশেষ - মহানগর