উত্তরায় বিআরটিসির বাসে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশ :
16px
রাজধানীর উত্তরায় বিআরটিসির একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে আব্দুল্লাহপুর ও হাউজবিল্ডিংয়ের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কর্মীরা পৌঁছানোর আগেই চালক-হেলপার মিলে আগুন নিভিয়ে ফেলে। তবে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেন, বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, সরকার পতনের দাবিতে রবিবার ভোর থেকে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াত।