নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা
প্রকাশ :
16px
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি।
রবিবার বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সব মিলিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে ২৯৮টি আসনে। তবে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি।