14 September 2024, 08:04:32 PM, অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাবিনা (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবিনা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সামসুদ্দিনের মেয়ে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবিনা ঢাকার নতুন বাজার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার রাত ৯টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১০ জন ও একজন শিশু ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭ জন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল