রাহুল দ্রাবিড়ই থাকছেন ভারতের প্রধান কোচের পদে
প্রকাশ :
গুঞ্জন উঠেছিল ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর এই গুঞ্জন ছড়ায়। তবে এবার জানা গেছে, ভারতের প্রধান কোচের পদে দ্রাবিড়ই থাকছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেয়াদ বাড়ানোর প্রস্তাবে দ্রাবিড় রাজি হয়েছেন। তবে কতোদিনের জন্য দ্রাবিড় ভারতের দায়িত্বে থাকবেন, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে মনে করা হচ্ছে, অন্তত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় দায়িত্বে থাকছেন।
দুই বছরের চুক্তিতে ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। তার অধীনে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলেছে। জিতেছে এশিয়া কাপও। তিন সংস্করণেই দলকে তিনি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষেও তুলেছেন।