দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
প্রকাশ :
সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ডকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে নিরাপদেই প্রথম সেশন পার করে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। অবিচ্ছিন্ন জুটিতে দলকে লিড এনে দিয়েছেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।
তবে প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই যেন করলেন এজাজ প্যাটেল। অফ স্টাম্পের বাইরে থেকে নিখুঁত টার্ন, ভেতরে ঢোকা বলে পরাস্ত জাকির হাসান। পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ। জাকিরের বিদায়ে ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২ চারে বাঁহাতি ওপেনার করলেন ১৭ রান।
এর পর শান্তর শটে ড্রেসিংরুমে ফিরে যান জয়। টিম সাউদির বললে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন শান্ত। তাতে হাত ছোঁয়া দেন সাউদি। বল বাক খেয়ে আঘাত করে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে। আগেই পপিং ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসা জয় ব্যাট ফেলারও সুযোগ পাননি। তার আগেই লাফিয়ে উঠে বেলস। লম্বা ইনিংস খেলার আশা মাটি দিয়ে আক্ষেপ করতে করতে ড্রেসিংরুমে ফিরে যান জয়।