2024-09-08 06:58:49 am

এলিয়েনদের ৯টি যান সন্ধানের দাবি

www.jagrotabangla.com

এলিয়েনদের ৯টি যান সন্ধানের দাবি

০১ ডিসেম্বার ২০২৩, ২২:৫৭ মিঃ

এলিয়েনদের ৯টি যান সন্ধানের দাবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন ইউনিট দ্য অফিস অব গ্লোবাল এক্সেস (ওজিএ) এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের বেশ কয়েকটি যান (ইউএফও) খুঁজে পাওয়ার দাবি করেছে। সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অংশ থেকে এই ইউএফওগুলো পাওয়া যায়।

এতে বলা হয়, গোপন অভিযানে ইউএফওর খোঁজ পেয়েছে ওজিএ। এরমধ্যে দুটি ইউএফও ছিল ক্ষতিগ্রস্ত। সিআইর একটি গোপন ইউনিট ওজিএ ২০০৩ সাল থেকে ভিনগ্রহী প্রাণীদের যান সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

ওজিএর গোপন অভিযানের সঙ্গে সম্পৃক্ত সূত্র ডেইলি মেইলকে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার এমন একটি ব্যবস্থা রয়েছে যা গোপন ইউএফওগুলো শনাক্ত করতে পারে। যখন এই ধরনের যানবাহন পৃথিবীতে অবতরণ করে তখন তা উদ্ধার করতে বিশেষ সামরিক ইউনিট পাঠানো হয়।

গত জুনে প্রাক্তন মার্কিন গুপ্তচর ডেভিড গ্রুশ মার্কিন কংগ্রেসে এক শুনানি চলাকালীন ভিনগ্রহীদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, এলিয়েন আছে। শুধু তাই নয়, ভিনগ্রহীদের দেহ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :