2025-03-14 12:40:56 pm

আল নাসরকে উড়িয়ে দিল আল হিলাল

www.jagrotabangla.com

আল নাসরকে উড়িয়ে দিল আল হিলাল

০২ ডিসেম্বার ২০২৩, ১৪:৪৭ মিঃ

আল নাসরকে উড়িয়ে দিল আল হিলাল

অবশেষে হারের স্বাদ পেল আল নাসর। ঘরের মাঠে আল নাসরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। গতকাল শুক্রবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের খেলায় আল হিলালের বিপক্ষে মাঠে নামে আল নাসর। প্রথমার্ধে কঠিন লড়াই অবতীর্ণ হয় দুই দল। গোল পায়নি কেউই।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৪তম মিনিটে আল হিলালের হয়ে গোল করেন সার্বিয়ার মিডফিল্ডার সার্গেজ মিলিনকোভিচ-সেভি। দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেন আল নাসরের খেলোয়াড়রা। কিন্তু পারেননি। উল্টো ম্যাচের মূল সময়ের শেষ মুহূর্তে ৮৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে রোনালদোর আল নাসর। আল হিলালের হয়ে এই গোলটি করেন সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রভিচ।

এর ৪ মিনিট পর দলের তৃতীয় গোল আর নিজের দ্বিতীয় গোল করেন আল হিলালের জয় নিশ্চিত করেন মিত্রভিচ। এরপর অতিরিক্ত সময়ের ৩তম মিনিটে লালকার্ড দেখেন আল হিলালের ডিফেন্ডার আলি আল বুলাইহি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় আল হেলাল।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :