মনোনয়নপত্র বৈধ নয়, আপিল করবেন হিরো আলম
প্রকাশ :
16px
আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, এটা কোনো বিষয় না। প্রতিবার নির্বাচনের সময় আমার সঙ্গে এটা ঘটে। মনোনয়নপত্র জমাদানের সময় কিছু কাগজপত্রে আমার স্বাক্ষর বাকি ছিল। এ ছাড়া কিছু ঘর পূরণ করা হয়নি। চিন্তার কোনো বিষয় নেই, আপিল করব। আপিল করলে মনোনয়ন ফিরে পাব।