বাড্ডায় বাসে আগুন
প্রকাশ :
16px
রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পায়।
তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে এ আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।