প্রার্থিতা ফেরাতে আজও ইসিতে প্রার্থীরা
প্রকাশ :
আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ফেরাতে চতুর্থ দিনের মতো আজও নির্বাচন কমিশনে আপিল করছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বাম পাশে বানানো অস্থায়ী ক্যাম্পের ১০টি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে।গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আপিল কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর ১০-১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন।