2025-03-14 01:08:24 pm

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

www.jagrotabangla.com

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

১১ ডিসেম্বার ২০২৩, ১১:২০ মিঃ

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

উত্তরের জেলা কুড়িগ্রামে গত তিনদিন ধরে তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল পেরিয়ে দুপুর বেলায়ও সূর্যের আলো না দেখায় শীতের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও অনেক যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে চালকদের। সোমবার সকালে জেলায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করেছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় শীতের শুরুতেই হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে দেখা দিয়েছে কষ্ট। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষজনের কাজে যেতে না পেরে পড়েছেন চরম বিপাকে। ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া শীতের ভাপা পিঠা খেতে পিঠার দোকানেও অনেকে আসছেন।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা আরো ধীরে ধীরে কমবে বলে জানানো হয়।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :