11 September 2024, 11:56:28 PM, অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ভিটামিন এ ক্যাপসুল টিকা প্রদান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নেত্রকোনায় ভিটামিন এ ক্যাপসুল টিকা প্রদান

নেত্রকোনা জেলায় প্রতিটি হাসপাতাল ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদেরকে। মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেলিম মিয়া।

তিনি জানান, এ বছর নেত্রকোনা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫০০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৫০০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১০ উপজেলার মোট পুরাতন ২৫৮টি ওয়ার্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২০৬৪ টি। স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ১২টি।

প্রতিটি কেন্দ্রে ভলান্টিয়ারসহ দুজন করে রয়েছেন টিকাদান কাজে। কোথাও কোনো ধরনের সমস্যা হলে তিনি স্বাস্থ্য বিভাগকে জানানোর অনুরোধ করেন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল