18 February 2025, 09:03:11 AM, অনলাইন সংস্করণ

মাগুরায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করলেন সাকিব আল হাসান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মাগুরায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করলেন সাকিব আল হাসান
16px

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৭টায় শহরের নোমানী ময়দানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন ডা.শামীম কবিরসহ সরকারি-সেরকারি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ - সারাদেশ