28 March 2025, 06:11:52 AM, অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে পুরোনো এলসির পিয়াজ আমদানি শুরু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

হিলি স্থলবন্দর দিয়ে পুরোনো এলসির পিয়াজ আমদানি শুরু
16px

রপ্তানি নিষেধাজ্ঞার ১২ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত সরকারের পুরনো টেন্ডারের পিয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পিয়াজের দাম কমে যাবে ধারণা করছেন খুচরা ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পিয়াজবোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। এর আগে ৮ ডিসেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে। এতে রাতারাতি বেড়ে যায় পিয়াজের দাম।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পিয়াজ রপ্তানিতে গত ৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয়। ফলে পিয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ৭ তারিখের আগে খোলা এলসির পিয়াজ রপ্তানিতে সম্মতি প্রকাশ করায় আবারও ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) আরও পিয়াজ আমদানি হতে পারে।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য