ভোটে বাধা বা সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা : কেএমপি কমিশনার
প্রকাশ :
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মাল হক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটদানে বাধা, সন্ত্রাস বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালে খুলনা সদর থানা প্রাঙ্গণে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন কেএমপি কমিশনার।
কেএমপি কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার সন্ত্রাস ও নাশকতা এড়াতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর ৩১০টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৬টি গুরুত্বপূর্ণ ও ৮৪টি সাধারণ কেন্দ্র হিসেবে তালিকা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে মহানগরীতে দায়িত্ব পালন করবে ৩ হাজার পুলিশ সদস্য। তিনি বলেন, নির্বাচন বর্জনকারীরা কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।