১৮ জানুয়ারী ২০২৪, ১৬:৪৮ মিঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী ও জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সভাপতি মো. রেজাউল করিম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন তিনি। একই সঙ্গে আরো সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী। এসময় শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও বিটিএমএ এর অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন ।
সাক্ষাৎকালে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই শুধুমাত্র গার্মেন্টস পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরী উদ্যোগ নেয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :