2024-10-18 11:40:05 am

বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

www.jagrotabangla.com

বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

২৪ জানুয়ারী ২০২৪, ২৩:৩৫ মিঃ

বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি ২৯ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত ব্যক্তির নাম হাফিজ হাসান। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দাদের কাছে খবর ছিল যে ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়। এক পর্যায়ে ওমান এয়ার এয়ারলাইন্সের একটি বিমান ১১ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সঙ্গে সঙ্গে তাতে অভিযান চালানো হয়।

এ সময় বিমানের একটি সিটের ব্যাক পকেট থেকে সাদা স্কচটেপে মোড়ানো প্যাকেটে স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়াও যাত্রী হাফিজ হাসানকে আটক করা হয়। পড়ে গ্রিন চ্যানেলের ইনভেন্টরই টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো প্যাকেট খুলে গণনা করে ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যাত্রীর দেহ তল্লাশি করেও মেলে ৯৮ গ্রাম স্বর্ণালংকার।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :